CTR কি। সিটিআর বাড়ানোর ৫ টি উপায়।
গুগলে অন্যতম র্যাংকিং ফ্যাট ctr অর্গানিক সার্চে কমবেশি শুনে থাকবেন। সিটিআর এর কারণে আপনার ব্লগের আপ ডাউন হতে পারে। আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো অর্গানিক search ctr কি এবং এটি কিভাবে বাড়াবেন। আপনার ব্লগ সাইটকে আপনি যদি গুগল সার্চ কন্সলে অ্যাড করে থাকেন। তাহলে অর্গানিক সার্চ সিটিআর সম্পর্কে জানা আপনার জন্য খুবই সহজ। গুগল সার্চ কম চলে যে সমস্ত অর্গানিক ট্রাফিক দেখায় এতে আপনি সিটিআর দেখতে পারবেন।
তাহলে আসুন সিটিআর সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
গুগল সার্চ কনসোল বা সিটিআর কি।
মূলত অর্গানিক ক্লিক থ্রু রেট কে বলা হয় অর্গানিক সার্চ বা সিটিআর। মানে হলো যে যখনই আপনার ব্লগ অথবা আপনার ব্লগ পোস্ট Google SERP এ কোন বিশেষ কীওয়ার্ড সহ দেখানো হয়। তখন আমরা তাতে ক্লিক থ্রু রেট বলে। একটি উদাহরণ হিসেবে এটা বলা যায়, আপনি যদি একটি আর্টিকেল লিখেন যে ব্লগ কিভাবে বানাতে হয়, এবং আপনার এই আর্টিকেল
গুগলের প্রথম পেজে স্থান পেয়েছে এবং তাতে সারাদিনে কীওয়ার্ডটিতে 1000টি ইম্প্রেশন এসেছে, অর্থাৎ এই, আর্টিকেলের সার্চ ইঞ্জিন দ্বারা ১০০০ বার ইউজারের সামনে দেখানো হয়েছে। তার থেকে 100 জন ইউজার মধ্যে আপনার ব্লগ পোস্টে ক্লিক করে, এবং আপনার ওয়েবসাইট আসে এবং সেই পোস্ট পড়ে, তাহলে এখানে আপনার CTR হবে 10% এটি আশা করি বুঝতে পেরেছেন। তবে বেশিরভাগ অর্গানিক ট্রাফিক বা সেটিআর ব্লগের রেংকিং টাইটেল ট্যাগ মেটা ডিস্ক্রিপশন ইউআরএল ইত্যাদির জন্য বাড়ে।
অর্গানিক সার্চ বা সিটি আর বাড়ানোর সুবিধা
অর্গানিক সার্চ CTR কি, এখন আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কারণ অর্গানিক রেজাল্ট থেকে আশা ব্লগ এবং ব্লগ পোস্টে যত বেশি লোক ক্লিক করবে। আপনার ব্লগের CTR ততো বৃদ্ধি হবে।
কিভাবে সিটিআর বাড়াবেন
সিটিআর কি, জানার পর এখন আমরা জানব কিভাবে অর্গানিক ভাবে সার্চ করে সিটিআর বাড়ানো যায়। তাহলে চলুন জেনে নেই কি।ভাবে অর্গানিক সার্চ সিটিআর বাড়ানো যায়।
প্রথমে আপনার গুগল সার্চ কনসোলে লগইন করুন, সেখানে দেখুন আপনার কীওয়ার্ডে কতো CTR আছে। তার পরে আপনি সর্বনিম্ন কীওয়ার্ড দিয়ে আর্টিকেল লেখাশুরু করবেন। কয়েক দিনের মধ্যে আপনি ভালো ফলাফল পাবেন। ছাড়াও সিটিআর বাড়ানোর আরো কিছু উপায় রয়েছে।
সঠিক টাইটেল ট্যাগ ব্যবহার করে
Title Tag যা একজন ইউজার আপনার ব্লগ সম্পর্কে ও এর কন্টেন্ট সম্পর্কে বুঝতে পরে । যখন একজন ইউজার তার কোন কিওয়ার্ড ব্রাউজারে রেখে সার্চ করে। তখন তার সামনে অনেক রেজাল্ট আসে এই অনেক ইউজার টাইটেল ট্যাগ দেখে সিদ্ধান্ত নেয়। যে তারা কোন ওয়েবসাইটে ভিজিট করে সেই তথ্য পড়বে। তাই আপনার টাইটেল আকর্শনীয় করা উচিত যাতে আপনার পোস্টে ক্লিক করে
আপনার ব্লগে চলে আসে। প্রয়োজনে ব্রাকেট ব্যবহার করুন। একটি গবেষণা অনুসারে দেখা যায়, যদি ব্লগ টাইটেলে ব্র্যাকেট ব্যবহার করা হয়, তবে এটিতে ক্লিক বেড়ে যায় তাই আপনার ব্লগ পোস্টে ব্র্যাকেট ইউজ করুন। আর এ কারণেই আপনার অর্গানিক
সার্চ সিটিআর বাড়বে। যদি টাইটেল ট্যাগে সংখ্যা ব্যবহার করেন। তাহলে এটিতে ব্যবহারকারীর আকর্ষণ বেড়ে যায় যেমন ভালো থাকার দশটি উপায় সেরা ১০টি বই আপনার ব্লগে ট্রাফিক বাড়ানোর পাঁচটি উপায়। এই নিয়মগুলো অনুসরণ করলে আপনার স্মৃতি আর বৃদ্ধি পাবে। ছাড়ো টাইটেলটা কে আপনি যদি বছর উল্লেখ করেন যেমন 2022 থেকে এখন ২০২৩ টাইটেল ইউজ করেন তাহলে সব থেকে ভালো হয়।
সঠিক ইউআরএল ব্যবহার
সাধারণত একটি ছোট পার্মালিংক ব্যাবহার করলে, সহজ লিংক দ্রুত ইনডেক্স ও রাঙ্ক হয়।
আপনাকে আপনার ব্লগ এবং ব্লগের পোস্টের সঠিক পারমালিঙ্ক এবং URL তৈরি করতে হবে যেমন techitjanala/how-to-do
সঠিক মেটা ডিস্ক্রিপশন ব্যবহার করে
একজন ইউজার প্রথমে আপনার পোস্টের সাথে সম্পর্কিত কয়েকটি জিনিস দেখে তারা পর সিদ্ধান্ত নেন যে আপনার পোস্টে ক্লিক করবেন কি না।
প্রথম ব্যবহৃত টাইটেল ট্যাগ এবং
দ্বিতীয় আপনার মেটা ডেসক্রিপশন। তাই আপনাকে আপনার মেটা ডেসক্রিপশন খুব আকর্ষণীয়তার সাথে SEO ফ্রেন্ডলী করতে হবে। যাতে যে কেউ দেখে বুঝতে পারে, এখানে তার সার্চ করা প্রাণের উত্তর আছে বা সে পড়ে জানতে পারবে।
ক্লিক বেট এড়িয়ে চলুন
ক্লিক বেট সব সময়ের জন্য এড়িয়ে চলুন। মানে শুধুমাত্র মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এমন কিছু আকর্ষণীয় লাইন লিখুন যাতে ইউজার আপনার পোস্টে ভিজিট করে। এবং ক্লিক করার পর অন্য কিছু দেখতে পায়। এই ধরনের কাজ একেবারেই এড়িয়ে চলুন। অন্যথায় ব্যবহারকারী আপনার পোস্টে আসার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে ফিরে যাবে এবং যার কারণে আপনার র্যাঙ্কিং নিচে নেমে যাবে ।
ফোকাস কীওয়ার্ড ব্যবহার করুন
ফোকাস কীওয়ার্ড রিসার্চের করার পর, এমন একটি কীওয়ার্ড অনুসন্ধান করে বের করব, যা ব্যবহারকারী ইন্টারনেটের মানুষ অধিক সময় সার্চ করছে। আপনাকে সেই কীওয়ার্ডটি আপনার টাইটেল ট্যাগের পাশাপাশি
মেটা ডিসক্রিপশনে যোগ করতে হবে। যাতে ইউ জারা আকর্ষিত হয় যে এই আর্টিকেলটি শুধুমাত্র তার জন্যই লিখা হয়েছে। এতে ইউজাররা আকৃষ্ট হয়ে আপনার ব্লগে ক্লিক করে চলে আসবে এতে আপনার সিটিআর বেড়ে যাবে।