whatsapp ব্যবহারকারীর জন্য সুখবর নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠান। একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একই সাথে দুইটি ফোনে ব্যবহার করা যাবে। এর আগে এই সুবিধা ছিল না। তবে বর্তমানে এই সুবিধা প্রদানের চেষ্টা চলছে। সাম্প্রতিক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। webetainfo হোয়াটসঅ্যাপের যেকোনো নতুন ফিচার সম্পর্কে তথ্য দিয়ে থাকে। ইতিমধ্যে যারা হোয়াটসঅ্যাপ বেটা ২.২২.১৫.১৩ এই নতুন অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করেন তাদের
এই নতুন ফিচার আপডেট করা হয়েছে। যা পরবর্তী সময়ে সকল গ্রাহকদের জন্য এই ফিচারটি উন্মুক্ত করা হবে।
দুইটি ফোনে একটি whatsapp অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা
বর্তমানে একটি whatsapp অ্যাকাউন্ট একটি ফোনেই লগইন করা সম্ভব। অর্থাৎ একইসাথে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুইটি ফোনে লগইন করা যায় না। তবে যেকোনো কারণে যদি ফোন পরিবর্তন করা হয় তাহলে হোয়াটসঅ্যাপের আগের চ্যাট সব মুছে যায়। এমনকি পূর্বের যে একাউন্টটি ছিল সেটিও ডিলিট হয়ে যায় নতুন ফোনে আবার নতুন করে একাউন্ট করতে হয়। কিন্তু নতুন
গ্রামীনফোন সিম কোম্পানির উপর নতুন সিম বিক্রির নিষেধাজ্ঞা দিল বিটিআরসি
বিকাশে ৫০ টাকা ঈদ বোনাস পাবেন সবাই
এই ফিচার্ডের মাধ্যমে একই সাথে একটি whatsapp অ্যাকাউন্ট দুইটি ফোনে ব্যবহার করা যাবে। নামকরণ করা হয়েছে হোয়াটসঅ্যাপ কোম্পানিয়ন মোড। যার মাধ্যমে একই সাথে একাধিক ফোনে একটি whatsapp অ্যাকাউন্ট লগইন করা সম্ভব হবে। তবে এই সুবিধা অনেক আগে থেকেই টেলিগ্রাম অ্যাপস এ ছিল কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এই সুবিধা ছিল না, যার কারণে এতদিন এটি পিছিয়ে ছিল। এবার এই জায়গা থেকে এগিয়ে যেতে কোম্পানি এই উদ্যোগটি গ্রহণ করেছে। একসাথে দুইটি ফোনে একই একাউন্ট ব্যবহার করলেও
হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপ করতে কোন সমস্যা হবে না। দুটি ফোনে একই সাথে চ্যাট ব্যাকআপ করা সম্ভব হবে। কিন্তু বর্তমানে অ্যান্ড্রয়েডের বেটা ভার্সনে এই পরীক্ষামূলক বিচারটি চালু করা হয়েছে। তবে এ টি সারটি সকল গ্রাহক কবে নাগাদ সুবিধা ভোগ করতে পারবে সে ব্যাপারে কোন তথ্য জানানো হয়নি এখনো। এমনকি WABetainfo পক্ষ থেকে নতুন সুবিধা সংক্রান্ত একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। এছাড়াও সম্প্রতি আরও বেশ কয়েকটি আপডেট নিয়ে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ। তার মধ্যে মেসেজ রিঅ্যাকশন ফিচার মেসেজ ডিলিট ফিচারে অতিরিক্ত সময় ইত্যাদি রয়েছে উল্লেখযোগ্য।
অনেকদিন থেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এই সুবিধার বিভিন্ন অভিযোগ করেছিল
হোয়াটসঅ্যাপের কাছে। তাদের গ্রাহকদের কথা ভেবে হোয়াটসঅ্যাপ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখন থেকে একই সাথে একাধিক ফোনে ব্যবহার করা যাবে। whatsapp অ্যাকাউন্ট ব্যবহার করার সময় হোয়াটসঅ্যাপ কারীর মেসেজের ব্যাকআপ হোয়াটসঅ্যাপ নিজে করে রাখবে। এতে করে গ্রাহকরা নির্বিঘ্নে তাদের কনভারসেশন চালিয়ে যেতে পারবে। আগের whatsapp অ্যাকাউন্ট অন্য কোন ফোনে লগইন করার সঙ্গে সঙ্গে সকল ডাটা ডিলিট হয়ে যেত কিন্তু এখন থেকে তা আর হবে না।
আগের whatsapp অ্যাকাউন্টের অসুবিধা
একসাথে একাধিক ফোনে একটি whatsapp অ্যাকাউন্ট ব্যবহার করা যায় না। যদি কোন কারনেও ব্যবহার করা হয় তাহলে অন্য ফোনে যখন whatsapp অ্যাকাউন্টটি লগইন করতে হয় তখন নতুন করে আবার একটি whatsapp অ্যাকাউন্ট তৈরি হয়। যেখানে ওই whatsapp
অ্যাকাউন্টের আগে যেসব কনভারসেশন ছিল সেগুলো আর দেখা যায় না। এতে করে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্ষতির এবং অসুবিধার সম্মুখীন হয়ে থাকে। ব্যবহারকারীদের যেন এই অসুবিধা আর ভোগ করতে না হয় সেই জন্য whatsapp এক কোম্পানি তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে একসাথে একাধিক ফোনে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধা নিয়ে আসতে চলেছে। এখন থেকে ব্যবহারকারীরা এই সুবিধা ভোগ করতে পারবে বলে জানিয়েছে ওয়েব ডেটা ইনফো থেকে।